প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৩ , ১১:০০:৫১ প্রিন্ট সংস্করণ
শাহরিয়ার ইমন, বুটেক্স প্রতিনিধি
দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (IEB) এ গত ১৬/০৯/২০২৩ তারিখে বিকাল ৪.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে Opportunities for manmade fibre(MMF) production in Bangladesh- Technology Challenges and linking academia বিষয়ক সেমিনার। এই সেমিনারে ম্যানমেইড ফাইবার উৎপাদনে বাংলাদেশ কেন পিছিয়ে এবং এ বিষয়ে টেক্সটাইলস ইঞ্জিনিয়ারদের করণীয় কি সেটি নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য নিয়ে আসেন ইঞ্জিনিয়ার এসএম মনিরুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক আইইবি। তিনি বলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস এ যুক্ত করার জন্য আইইবি আন্দোলন চালিয়ে গেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করা হবে। এরপর কীনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডঃ মোহাম্মদ আব্বাস উদ্দিন শিয়াক,এসিস্ট্যান্ট প্রফেসর বুটেক্স। তিনি বলেন বিশ্বব্যাপী ম্যানমেইড ফাইবার এর যে উৎপাদন হয় তাতে বাংলাদেশের কোন অবদান নেই। তাই বাংলাদেশকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। বিশ্বের বড় বড় কাপড়ের ব্রান্ডগুলো পলিস্টার ফাইবার রিসাইকেল করে ব্যবহার করার দিকে ফোকাস করতেছে। তিনি আরো বলেন কালেক্টিং অ্যান্ড সর্টিং এর পেইড বটল না থাকার কারণে বাংলাদেশ এটি করতে পারতেছে না। তাই বাংলাদেশকে এ বিষয়ে ফোকাস করতে হবে।এরপর বক্তব্য নিয়ে আসে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, সভাপতি আইটি ইটি। তিনি বলেন ডাইভারসেফাইড প্রোডাক্ট তৈরি করার জন্য ম্যানমেইড ফাইবারের কোন বিকল্প নেই।তিনি আরো বলেন ২০৩০ সালে যদি বাংলাদেশ ১০০% এক্সপোর্ট কান্ট্রিতে পরিণত হতে চায় তবে ম্যানমেইড ফাইবারের কোন বিকল্প নেই। এরপর বক্তব্য নিয়ে আসেন বুটেক্স ভিসি শাহ আলিমুজ্জামান বেলাল। তিনি বলেন সরকারের সাহায্য ছাড়া ম্যানমেইড ফাইবারের উৎপাদন বাংলাদেশের সম্ভব না। তাই তিনি আহ্বান করেন যাতে সরকার এ বিষয়ে কাজ করে। তিনি আশা ব্যক্ত করেন টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যাতে ম্যানমেইড ফাইবারের ন্যূনতম জ্ঞান নিয়ে জব সেক্টরে ঢুকতে পারে। উক্ত সেমিনারে সমাপনীর বক্তব্য নিয়ে আসে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সাবুর,সভাপতি আইবি ।তিনি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অনেক অবদান রাখতে হবে। টেক্সটাইল সেক্টরে যেমন উন্নতি করার সুযোগ আছে তেমনি চ্যালেঞ্জও আছে। তিনি আরো বলেন গার্মেন্টস উৎপাদনে বাংলাদেশ বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে। তবে ম্যানমেইড ফাইবার উৎপাদন না হওয়া পর্যন্ত বাংলাদেশ প্রথম অবস্থানে যেতে পারবে না।
উল্লেখ্য যে উক্ত সেমিনারে টেক্সটাইল ছাত্ররা অংশ নিয়ে সেমিনারের পরিবেশ কে উৎফুল্ল করে রাখে। এরকম সেমিনারে ভবিষ্যতে অংশগ্রহণ করার আশা ব্যক্ত করে তারা।