• আরো

    বিদ্যুৎ না থাকায় অন্ধকারে মোম বাতি জ্বালিয়ে পরীক্ষা দিল এইচএসসি 

      প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৩১:৫২ প্রিন্ট সংস্করণ

     

    নুর আমিন (চিলমারী) কুড়িগ্রাম

     

    কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ, চিলমারী মহিলা ডিগ্রি কলেজ এবং থানাহাট এ.ইউ সরকারি হাই স্কুল এই তিনটি এইচএসসি হলে বিদ্যুৎ না থাকায় রবিবার চার্জার ও মোমবাতি জ্বালিয়ে এইচএসসি সমমান বিএমটিতে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন ও জেনারেল মানবিক শাখার সমাজ বিজ্ঞান পরীক্ষা নেওয়া হয়েছে।

    চলতি বছরে পরীক্ষা কেন্দ্রের অন্ধকার কক্ষে শিক্ষার্থীদের অনেকেই নিজেরা মোমবাতি জ্বালিয়ে দশম দিনের বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন এবং সমাজ বিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়।

     

    আজ সকাল ১০ টা থেকে টানা বৃষ্টি এবং অন্ধকার থাকার কারণে পরিক্ষার খাতা লেখা বা দেখা যাচ্ছিলো না বিদ্যৎ থাকলে হল রুমে ছিলো না কোন লাইটের ব্যাবস্তা লাইট থাকলেও তা একেবারে নষ্ট ব্যবহারের অযোগ্য শিক্ষাথীরা বাধ্য হয়ে নিজ পকেট থেকে টাকা দিয়ে মোমবাতি কিনে নিয়ে তা জ্বালিয়ে পরিক্ষা দেয় ।

     

    প্রশাসন বিভাগের শিক্ষা অফিসারা পরিক্ষার প্রথমের দিকে হলে আসায় তখন কোন প্রকার ঝামেলা না থাকায় তাদের চোখে পরে নাই, আবহাওয়ায় এবং হল রুমে লাইট না থাকায় বিপাকে পড়ে শিক্ষার্থীরা।

    পরে শিক্ষাথীদের জিজ্ঞাসাবাদে তারা বলে, অন্ধকারে তারা নিজ দায়িত্বে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

    তারা আরো বলে যে ক্লাস রুম গুলোতে যেনো লাইটিং এর ব্যবস্হা করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ