প্রতিনিধি ২৬ জুন ২০২২ , ১:০৭:৩১ প্রিন্ট সংস্করণ
কবিতা – অহংকার
ডা. তোফাজ্জল হোসেন তারা
কত রকমের পেশিশক্তি
কত অহমিকা দাম্ভিক
কত রকমের অহংকার
ছড়িয়ে আছে চারিদিক।
এক সময়ের অফিসার
বয়স হলে বড়ভাই
আশি বছর পার হলে
সঙ্গদেওয়ার কেহ নাই।
সম্পদ আহরণ চতুরতা বৈকি
কি হবে তার শেষে
ব্যবহার হবে না কিঞ্চিৎ তাহার
রয়ে যাবে অবশেষে।
সত্তরের পরে ধনী-দরিদ্র
কিন্তু সবাই সমান
জীবিত সবাই চিন্তা কিন্তু
কামনা শুধুই মরার ।