• সারাদেশ

    ভোলায় জেলা পরিষদ নির্বাচনে  ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৯:২০ প্রিন্ট সংস্করণ

     

     

    স্টাফ রিপোর্টার :-

     

    আসন্ন জেলা পরিষদ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোলায় চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৬ প্রার্থী।এদিকে গত বৃহস্পতিবার ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবদুল মমিন টুলু, ভোলা জেলা প্রশাসকের কাছে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভোলা জেলায় আর কোন প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা একক প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন। এসময়ে উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীরা,

    জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একমাত্র মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মমিন টুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি গত বুধবার মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ডে পাঁচ ও সাধারণ ওয়ার্ডে দশজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

     

    ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক এ তথ্য নিশ্চিত করে গতকাল বিকেলে পত্রিকাকে জানান, জেলা পরিষদের ভোট হবে ইভিএমে।

     

    আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর। ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট।

     

    জেলায় মোট ভোটার সংখ্যা ৯৮২ জন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ