প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬শে সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ।
ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হেমন্দ্রনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়শংকর সাহা, সাধারণ সম্পাদক রনি মিত্র, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রমানিক প্রমূখ।