• সারাদেশ

    সবকিছু ফেলে আমাকে গ্রামের বাড়িতে যেতেই হয়

      প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৯:৫০:২৬ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    পূজার ছুটিতে শহুরে সব ব্যস্ততা ফেলে গ্রামের বাড়িতে যেতে হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এবারও তার ব্যতিক্রম নয়। দুর্গা পূজা উদযাপনে গ্রামের বাড়ি ছুটে গিয়েছেন এই অভিনেতা।

     

    চঞ্চল চৌধুরীর গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরের কামারহাটে। এবারের সেখানেই উদযাপন করছেন তিনি। চঞ্চল বলেন, পূজার ছুটিতে সব ফেলে আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে। এটা আমার চিরায়ত রুটিন বলা যায়। এ জন্য সোমবারই চলে এসেছি পাবনায়। করোনার সময় ছাড়া প্রতিবছরই গ্রামে এসে মণ্ডপ ঘুরে বেড়িয়েছি। বন্ধু আর আত্মীয়স্বজনের সঙ্গে মেতে উঠেছি হাসি-গান-আড্ডায়।

     

    পূজার পরিপূর্ণ আনন্দ পেতে গ্রামের বাড়ি ছুটে গেলেও সেই শৈশবের পূজার আনন্দ এখন আর নেই বলেই জানালেন চঞ্চল চৌধুরী। অনেকটাই ফিকে হয়ে গেছে। তবে পূজা উপলক্ষে কাছের মানুষদের কাছাকাছি থাকাটা বেশ উপভোগ করেন তিনি। চঞ্চল বলেন, এটা সত্য, ছোটবেলায় পূজায় যে আনন্দ ছিল- সেই আনন্দ এখন চাইলেও খুঁজে পাওয়া যাবে না। তবু ভালো লাগে, পূজা উপলক্ষে প্রিয় মানুষদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। তাই বরাবরের মতো স্ত্রী আর ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি চলে এসেছি। এবারের পূজা সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিক- এটাই আমার চাওয়া।

     

    চঞ্চল চৌধুরী অভিনীত সর্বশেষ ছবি ‘হাওয়া’। মেজবাউ রহমান সুমন পরিচালিত এই ছবিটি ইতিহাস সৃষ্টিকরা ব্যবসা করেছে। এখনও দেশ-বিদেশের হলে প্রদর্শিত হচ্ছে ছবিটি। অন্যদিকে ওটিটিতে মুক্তি পাওয়া চঞ্চল অভিনীত ‘কারাগার’ এর রেশ তো কাটেনি এখনও। দর্শক এখন অপেক্ষায় আছেন ‘কারাগার’ এর দ্বিতীয় সিজনে রহস্যময় চঞ্চলকে দেখার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ