• সারাদেশ

    ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৫:৫২:০৩ প্রিন্ট সংস্করণ

     

    ঢাকার ধামরাইয়ের নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

     

    শনিবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় নবীনগরের ইসলামপুরের কুমরাল গ্রামে একটি দুইতলা ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

     

    জানা গেছে, দগ্ধরা হলেন- মো. মনজুরুল (৩২), তার স্ত্রী মোসা. জোসনা বেগম (২৫), তাদের মেয়ে মরিয়ম (২), জোসনার বড় বোন মোসা. হোসনা বেগম (৩০) ও ভাগনি মোসা. সাদিয়া আক্তার (১৮)।

     

    এদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, জোসনা বেগমের ৪০ শতাংশ, মরিয়মের ১৫ শতাংশ, হোসনা বেগমের ২৫ শতাংশ ও সাদিয়ার ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

     

    উদ্ধারকারী প্রতিবেশী সুফিয়ান জানান, মনজুরুলের স্ত্রী জোসনা বেগম সকালে রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে গিয়ে গ্যাসলাইট জ্বালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে তাদের পরিবারের পাঁচজন দগ্ধ হন।

     

    তিনি আরও জানান, মনজুরুল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা মাস্টারপাড়ায়।

     

    আরও পড়ুন: রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮

     

    দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন। দগ্ধ পাঁচজনের অবস্থাই আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।

     

    ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ