• সারাদেশ

    সুন্দরগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাচ্ছে ৭৪ হাজার ১৫০ টি পরিবার     

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

     

    বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ

     

    ঈদ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিজিএফের খাদ্যশস্য পাচ্ছে ৭৪ হাজার ১৫০টি অসহায়-দুস্থ পরিবার।

     

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল এ তথ‍্য জানান। তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ ৭৪ হাজার ১৫০টি কার্ড ইউনিয়ন ও পৌরসভার জনসংখ্যার হারে বিভাজন করে দেয়া হয়েছে। ঈদের আগেই ভিজিএফের চাল বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, কার্ডপ্রাপ্তদের মধ্যে পৌরসভায় ৩ হাজার ৮১ টি, বামনডাঙ্গা ইউনিয়নে ৬ হাজার ১৬৫ টি,সোনারায় ইউনিয়নে ৪ হাজার ৫৩ টি,তারাপুর ইউনিয়নে ৪ হাজার ৮৫৯ টি, বেলকা ইউনিয়নে ৪ হাজার ৭৯৩টি, দহবন্দ ইউনিয়নে ৩ হাজার ৬০০টি,সর্বানন্দ ইউনিয়নে ৫ হাজার ১১৫ টি, রামজীবন ইউনিয়নে ৪ হাজার ৫৬৫ টি, ধোপাডাঙ্গা ইউনিয়নে ৪ হাজার ১৩৩ টি,ছাপরহাটী ইউনিয়নে ৫ হাজার ৫৯৩টি,শান্তিরাম ইউনিয়নে ৫ হাজার ৩২৫ টি,হরিপুর ইউনিয়নে ৩ হাজার ৫২০ টি, কঞ্চিবাড়ি ইউনিয়নে ৫ হাজার ৫৯৫টি, শ্রীপুর ইউনিয়নে ৬ হাজার ১০ টি,চন্ডিপুর ইউনিয়নে ৫ হাজার ৯৩টি

    কাপাশিয়া ইউনিয়নে ২ হাজার ৬৫০ টি

    পরিবার রয়েছে।

    কার্ডপ্রতি ১০ কেজি চাল মিলবে জানিয়ে তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরো বলেন, দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি, বা পরিবারকে এসব ভিজিএফ সহায়তা সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

     

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ