• সারাদেশ

    আমিনপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ জুলাই ২০২২ , ১০:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গত ৪ জুলাই রোজ সোমবার আমিনপুরে সাগরকান্দি উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলি।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলি খান। আরও উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামীলীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এছারা আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

     

    সভায় বক্তারা বলেন, সামনে ঈদুল আজহা। এ সময়ে বিভিন্ন যায়গায় গরুর হাট বসে ও বিভিন্ন ভাবে কোরবানির গরুর পরিবহন করা হয়। এই সময়ে যাতে করে যানযট না হয় এবং কোরবানির গরু সরবরাহে যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সে দিকে আইণ শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরও দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে ঈদে ঘড় মুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সে দিকে লক্ষ রাখতে হবে।

     

    সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলি বলেন ঈদে কোরবানির গরু সরবরাহে এবং ঈদে ঘড় মুখো মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় সে দিকে লক্ষ রেখেই আমার আমিনপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস ভাবে কাজ করে যাবে।শুধু চাই আপনাদের সহযোগিতা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ