প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৩ , ৭:২৯:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
কাশিনাথপুর বিজ্ঞান স্কুল সেজন্য হয়তো অনন্য। এখানে শুধুু পুঁথিগত শিক্ষা নয়। শিক্ষা দেওয়া হয় একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে। শুধু শিক্ষার্থী নয় কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষকেরাও অনন্য অসাধারণ আর্দশের প্রতিক বহনকারী।
আজ একজন মুমূর্ষু রোগির জন্য নবম বাড়ের মতো রক্ত দেন মানবিক ব্যাক্তিত্ব কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির।
শিক্ষকেরা বলছেন মনির স্যার একজন মানবিক ও সুন্দর মনের মানুষ। মনিরুজ্জামান স্যার একজন নম্র ভদ্র সুন্দর চরিত্রের মানুষ। আমরা যে কোন সমস্যায় পড়লে তিনি আমাদেরকে সঠিক পদ দেখান। সকল শিক্ষক মনিরুজ্জামান স্যারের এই মানবিক দৃষ্টান্তর প্রশংসা করেন।
শিক্ষার্থীরা বলছেন, পিতামাতার পড়ে আমরা শিক্ষকদের সম্মান করি।মনিরুজ্জামান স্যারকে আমরা আমাদের পিতা তুল্য সম্মান করি। তিনি যেমন ক্লাসে আমাদেরকে সুন্দর গোছালো ভাবে পড়ান,সাথে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে আমাদের নির্দেশনা দেন।
এদিকে মনিরুজ্জামান স্যারের এই মানবিক দৃষ্টান্তে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তাকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন মনির স্যার একজন মানবিক মানুষ।আমরা এক সাথে প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি হয়তো বেশিরভাগ সময় স্কুলে থাকিনা তবুও তিনি দক্ষতার সাথে প্রতিষ্ঠানন পরিচালনা করে।তিনি মনির স্যারের সুস্থতা কামনা করেন।