প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ
পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
পাবনা বেড়া উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে বৃটিশ আমেরিকা টোবাকোর প্রতিনিধি মাসুদ, লিটন,আশিক, পয়েন্ট ইনচার্জ নজরুল ইসলামসহ বিজনেস ম্যানেজার মনিরুল ইসলাম প্রতি।
উক্ত অভিযোগ উল্লেখ করে ৬ই ফেব্রুয়ারী সোমবার সকালে বেড়া প্রেস ক্লাবে উপস্হিত হয়ে লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এসময় তারা বলেন, গত ২০২২ সালের মার্চে এই এলাকায় দায়িত্বরত বৃটিশ আমেরিকা টোবাকোর প্রতিনিধি ডারবী সিগারেটের এস আর মাসুদসহ অত্র ডিপোতে দায়িত্বে থাকা সকল কর্মকর্তার যোগসাজস্বে বেড়া উপজেলার বিভিন্ন দোকান থেকে অডিটের কথা বলে সিগারেট তুলে নেওয়াসহ ১৪জন ব্যবসায়ীর কাছ থেকে সিগারেট দেওয়ার নাম করে সর্বমোট ২৮ লক্ষ ৫০হাজার নগদ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা টাকা এবং সিগারেট ফেরত না দিয়ে আজকাল করে সময় পার করতে থাকে। এমতাবস্থায় আমরা চরম ক্ষতির মধ্যে দিন যাপন করছে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকুর সুদৃষ্টি আকর্ষণ করছি।