প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১১:৫৯:১০ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়া আইভি বলেছেন শেষ পর্যন্ত কিছু না পেয়ে আমার সুইপারদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এমন বড় নেতাদের এই ধরনের নোংরা রাজনীতি করা শোভা পায় না।
শুক্রবার (১৭ই মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর। রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন ১৯৮১ সালে প্রথম ঢাকার বাইরে নারায়ণগঞ্জে সংবর্ধনা দিয়েছিলো আলী আহমদ চুনকা। ঠিক সেই দিনই কতিপয় নেতা এই ঢাকা ফতুল্লার মোড়ে ময়লা ফেলে রেখেছিল। সেই সংবর্ধনায় সেদিন কি হয়েছিল জানে নারায়ণগঞ্জ বাসী জানে সেই ইতিহাস। আমি চাইনা সে ধরনের ঘটনা পুরণাবৃত্তি হোক। আমি এত নিচে নামতে পারবো না।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু আমাদের আদর্শ। আমাদের সেই আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করছে। আমাদের সকলের উচিত জনগণের কাছে ভাগ্য উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া। ইয়ং জেনারেশন এখন মিথ্যা অভিনয় পছন্দ করে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা নারীদের শক্তিশালী করতে অনেক কাজ করছেন। আপনারা অনেকেই হয়তোবা জানেন না। এমন কোন জেলা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া নেই। নির্বাচন আসলেই অনেক ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এগুলো প্রতিহত করতে হলে মানুষের কাছে যেতে হবে। শুধু ধাপ্পাবাজি করা আর একজনকে আরেকজনের পিছনে লাগিয়ে দিলে হবে না।
তিনি বলেন, আজ এই শহরে যারা জমিদারি করছে তাদের জমিদারির অবসান ঘটাতে চাই। লুটপাট আমি করতে পারবো না কিন্তু আপনাদের অপকর্মের জবাব আমি দিতে পারবো। আপনারা সকল কাজে বাধা দেন আমি মেনে নেই। কিন্তু এগুলো বরদাস্ত করব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার পরিবারের প্রশংসা করে বলে আপনি হাতের পাঁচ পা দেইখেন না। কেন প্রশংসা করে সেটা বোঝার চেষ্টা করবেন। আপনার পূর্ব পুরুষদের জন্য মানুষের কাতারে আসুন।