• শিক্ষাঙ্গন

    শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে জবি শিক্ষক সমিতির ৮ দফা দাবি

      প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ১২:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

    রবিউল ইসলাম জবি প্রতিনিধি:

    গত ১৭ এপ্রিল ২০২৩ এ রাত ৯:৩০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে অনলাইনে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জরুরী এই সভায় ১১৮ জন সহকর্মী উপস্থিত ছিলেন। রাত প্রায় ১২:০০ টা পর্যন্ত চলা এ সভায় প্রায় ২০ জন সহকর্মী তাঁদের বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত আলোচনা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী এবং অভিভাবকদের ভোগান্তি লাঘবে সভায় কয়েকটি সুনির্দিষ্ট দাবি পেশ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়৷ দাবিসমূহ হলো:
    ১. ভর্তির আবেদন ফি সর্বোচ্চ ৫০০.০০ (পাঁচ শত) টাকা নির্ধারণ করতে হবে। পরীক্ষা পরিচালনার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভর্তুকি দিতে পারে।
    ২. পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর ও মেধাক্রম অবশ্যই প্রকাশ করতে হবে।
    ৩. ভর্তির আবেদন ফি ব্যতীত শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন, মাইগ্রেশন, ভর্তি বাতিল বা অন্য কোনো কারণে অর্থ প্রদান করবে না।
    ৪. পরীক্ষা পরিচালনা, পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকান্ড এবং সুস্পষ্ট আর্থিক নীতিমালা অনতিবিলম্বে প্রণয়ন করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সকলকে জানাতে হবে।
    ৫. ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের আয়-ব্যয়ের হিসাব দ্রুততম সময়ের মধ্যে বিস্তারিত আকারে প্রকাশ করতে হবে।
    ৬. আসন সংখ্যার ভিত্তিতে নয় বরং গুচ্ছভূক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনকৃত শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কেন্দ্র ও অন্যান্য ফি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে।
    ৭. ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্মানী বাবদ উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্টার সহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষকগণ কোন কাজের জন্য, কে কি পরিমান সম্মানী গ্রহণ করেছেন তার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করতে হবে।
    ৮. ভর্তির সকল প্রক্রিয়া শেষ করে ১ জুলাই ২০২৩ থেকে ক্লাশ শুরু করতে হবে।

    উল্লেখ্য, গত ৬ এপ্রিল ২০২৩ এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৫-তম বিশেষ একাডেমিক কাউন্সিলে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটিসহ ইউনিট কমিটি গঠন করা হয় এবং নির্দেশনা অনুযায়ী ইউনিট কমিটি কাজও শুরু করে। তবে ১৭ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির আদেশে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ ভর্তি পরিক্ষায় অন্তর্ভুক্ত থেকে ভর্তি পরিক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। এরপ্রেক্ষিতে এবারও গুচ্ছে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ