প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৭:৩৮:২৫ প্রিন্ট সংস্করণ
এনামুল হক :- আলোকিত বার্তা ৭১
আজ ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশকে সফল করতে প্রায় লাখো সমর্থক নিয়ে বিশাল শোডাউন ও মিছিল করে মহাসমাবেশে যোগদান করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি মহোদয়।
আজ শনিবার (৪ নভেম্বর) ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ মহাসমাবেশ সফল করতে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করে। এ মহাসমাবেশ কে কেন্দ্র করে সকাল থেকেই রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়ক, ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকা, রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়াসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে বাসসহ নানা যানবাহনে করে ঢাকার মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ-সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাস, রুপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান জায়েদ আলী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিম আহমেদ খান রিয়াজ , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভাইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।