• সারাদেশ

    ডা. তোফাজ্জল হোসেন তারার কবিতা হাসুর কারেন্ট

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২২ , ৭:০৫:০১ প্রিন্ট সংস্করণ

     হাসুর কারেন্ট 

    ডাঃ তোফাজ্জল হোসেন। 

    হাসু হাসু ডাক পাড়ি
    হাসু গেছে কার বাড়ি
    আয় রে হাসু বাড়ি আয়
    কারেন্ট বুঝি চলে যায় ।

    দিনে চলে ঘন্টায় ঘন্টায়
    রাতে গেলে দম বাড়ায়
    এরকম আর কদিন চলবে
    এপাশ-ওপাশ রাত পোহায়।

    ঋণ করে সব খেয়ে থুইছিস
    মাতুব্বর রা কিরে কয়
    সময় মত শোধ না করলে
    তাঁরা কি আর কারেন্ট দেয় ।

    ওতো গেল অন্য কথা
    পণ্য বাজার কি যে কয়
    সব জিনিসের দাম বাড়ালি
    জনগণ কি তোরে চায় ?

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ