প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ৬:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া কেটলি প্রতীক পাওয়ার পর থেকেই তাদের নেতা কর্মী নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা মিটিং মিছিল সহ ঘন সংযোগ করে ভোট চেয়ে বেড়াচ্ছেন ভোটারদের ধারে ধারে।
আজ ২০ ডিসেম্বর বুধবার সকাল থেকেই উপজেলার ভুলতা গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় কেটলি মার্কার মিছিল ও নির্বাচনী প্রচার-প্রচারণা করা হয়। পরে বিকেলে ভূলতা গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে কেটলি মার্কায় ভোট চেয়ে গন-সংযোগ করছেন রুপগঞ্জ উপজেলা থেকে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা স্বতন্ত্র প্রার্থী রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূইয়া।
পরে কেটলি মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ শেষে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া বলেন, আমরা আমাদের কেটলি মার্কায় নির্বাচনি প্রচার-প্রচারনা শুরু করেছি। আমারা আশাবাদী যদি সুষ্ঠু নির্বাচন হয় আর সাধারণ ভোটাররা যদি সুস্থভাবে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে আমরা অবশ্যই বিপুল ভোটে কেটলি মার্কেট জয়ী হবো ইনশাআল্লাহ।