প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ১২:৫১:৩৬ প্রিন্ট সংস্করণ
আলমগীর হুসাইন অর্থ:- নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের মে মাসের ৮ তারিখ অনুষ্ঠিত হবে বেড়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকে প্রচার-প্রচারণা, গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীগণ। বেড়া উপজেলার রাজনৈতিক মাঠ বিশ্লেষণ, প্রার্থীদের টানানো ব্যানার- ফ্যাস্টুন, সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড ও তাদের সাথে কথা বলে জানা যায়, এবার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১২ জন প্রার্থী। সম্ভাব্য প্রার্থীগণ:- বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বেড়া উপজেলা আওয়ামিলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন, বেড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইয়িদ, আমিনপুর থানা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ সোহাগ, বেড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাদের সবুজ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বেড়া আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক মোজাম্মেল হোসেন,
বাংলাদেশ সুপ্রিম কোর্টের তরুণ আইনজিবী ডি এম সাইফুল ইসলাম, বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদিন কাদের আদর,বেড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার কবির বিপ্লব ও এডভোকেট মাজেদুল ইসলাম মাজেদ।
নিচে তাদের রাজনৈতিক পদ-পদবী ও অর্জন তুলে ধরা হলো:
রেজাউল হক বাবু: বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। তিনি জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জাতসাখিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও বেড়া উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। বেড়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজের দ্বায়িত্ব পালনের স্বীকৃতি স্বরুপ তিনি ২০২১-২২ অর্থ বছরে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার পিতা পুরান ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আমৃত্যু সভাপতি ছিলেন।
আফজাল হোসেন:বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। তিনি রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
আলহাজ্ব আব্দুল বাতেন: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন বেড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি ( অব্যাহতি প্রাপ্ত) ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন। তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বেড়া উপজেলার বিভিন্ন ইউনিটে সংগঠন কে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
নজরুল ইসলাম:বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছেন বেড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
প্রভাষক আবু সাইয়িদ:বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইয়িদ। তিনি বেড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র এডভোকেট আসিফ শামস্ রঞ্জনের আস্থাভাজন রাজনৈতিক সহযোদ্ধা।
এজাজ আহম্মেদ সোহাগ:বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ আওয়ামীলীগ আমিনপুর থানা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ সোহাগ। এছাড়াও তিনি আমিনপুর থানা আওয়ামিলীগের যুগ্ন আহবায়ক ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
আব্দুল কাদের সবুজ: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাদের সবুজ। তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা শামসুল হক টুকু এমপির ভাতিজা।
মোজাম্মেল হোসেন: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোজাম্মেল হোসেন। তিনি আলহেরা একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
ডি এম সাইফুল ইসলাম:”সিদ্ধান্ত আপনার, উন্নয়ন বেড়া উপজেলার” এই স্লোগান নিয়ে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ডি এম সাইফুল ইসলাম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।
আবেদিন কাদের আদর: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদন কাদের আদর। তিনি প্রয়াত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের’ র ছেলে।
সরোয়ার কবির বিপ্লব: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেড়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার কবির বিপ্লব। তিনি মীরপুর বাঙলা কলেজ ছাত্রলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
মাজেদুল ইসলাম মাজেদ: বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এডভোকেট মাজেদুল ইসলাম মাজেদ।
বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় চালানো জনমত জরিপ ও প্রার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে জানা যায়, ১২ জন প্রার্থীর মধ্যে বেশিরভাগ প্রার্থীরই নেই জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা। সমীক্ষায় প্রাপ্ত তথ্য অনুযায়ী: বেড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেজাউল হক বাবু, আফজাল হোসেন, আলহাজ্ব আব্দুল বাতেন, নজরুল ইসলাম, প্রভাষক আবু সাইয়িদ ও এজাজ আহম্মেদ সোহাগ এর এলাকায় পরিচিতি রয়েছে। এছাড়া প্রার্থীগণ কি কারণে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আলোচনা ও সমালোচনা।
বেড়া উপজেলা ও আমিনপুর থানার আওতাধীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি গণ,
৯টি ইউনিয়ন ও বেড়া পৌরসভার বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, বেড়া উপজেলা চেয়ারম্যান পদের নির্বাচনে ১২ জন প্রার্থী হলেও মূলত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা রয়েছে বেড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রেজাউল হক বাবু, ৩ বার বেড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা আফজাল হোসেন ও বেড়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন এর মধ্যাকার যেকারও বিজয়ী হওয়ার। তবে বেড়া উপজেলা পরিষদের ইতিহাসে জাতসাখিনী ইউনিয়নের বাহিরে চেয়ারম্যান হওয়ার কোন নজির নেই।