প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৮:৫৬:২১ প্রিন্ট সংস্করণ
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে কাশিনাথপুর স্টুডেন্ট এসোসিয়েশন এর মানববন্ধন ও র্যালি
আব্দুল জব্বার প্রকাশক:
দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও র্যালি করেছে কাশিনাথপুর স্টুডেন্ট এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপত্বিতে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় থেকে বিকেল ৩ ঘটিকায় র্যালি শুরু হয়ে ফুলবাগান মোড় প্রদক্ষিত হয়।
এ সময় মানববন্ধন কারীরা জানান বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সব ধরনের অনৈতিকতা নির্মূল করা সম্ভব।’
এ সময় বক্তারা আরো বলেন, ‘যেখানে আমার বোন আছিয়া হাসপাতালের বিছানায় কাতরিয়ে আজ মৃত্যু বরণ করেছে, যেখানে আসামি তাদের দোষ শিকার করে নিয়েছে, সেখানে ধর্ষণের বিচার করতে ১৮০ দিন কেন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের মা-বোনদের হয়রানির বিচার সুনিশ্চিত করতে না পারে, তাহলে এ দেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে৷ ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই, তার একটাই পরিচয় সে অপরাধী। যদি ধর্ষণের বিচার না করা হয় এবং প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর না করা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
এ সময় আরো উপস্থিত ছিলেন মো:আব্দুল্লাহ আল মাহমুদ মো:সারাফাত ইমরোজ নাইম মো: শাহাদাত হোসেন মো: বাইজিদ শেখ মো: কাফি শেখ মো: মিজানুর শেখ মো: আনসার আলী বাবু প্রমুখ।
উল্লেখ্য কাশিনাথপুর স্টুডেন্ট এসোসিয়েশন বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার্থীদের নিয়ে নানান সামাজিক কাজ করে যাচ্ছে।