প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৫ , ৮:৫৯:০২ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার প্রকাশক:
সবুজ বাংলা গড়ার লক্ষ্যে গ্রীণ বাংলার সৌজন্যে রাস্তা গৃহনির্মাণ গ্রীণ বাংলার তৈরিকৃত কংক্রিট ব্লকের ব্যবহার ও সুবিধা শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৯ এপ্রিল কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ মফিদুল ইসলাম শাহীন।
ইকো ব্লক ব্রিকস ব্যবহার করার উপকারীতা সম্পর্কে বলেন এটি ওজনে হালকা ও অত্যান্ত টেকসই, পরিবেশ বান্ধব, হাইড্রোলিক চাপের মাধ্যমে তৈরির কারনে অনেক শক্তিশালী হয়, পাথরকুচি বালি ও সিমেন্ট দিয়ে তৈরি বলে ড্যাম্প হয় না, কম সময়ে নির্মাণ কাজ করা যায়,পানি প্রতিরোধি দ,শক্ত,মজবুত ও দীর্ঘস্থায়ী, ইলেকট্রিক্যাল ও সানেটারি কাজের জন্য দেয়াল কাটা লাগেনা, দেয়ালের রং প্লাস্টার সহজে নষ্ট হয় না, আগুন, তাপ ও শব্দ প্রতিরোধক।
এ সময় ইঞ্জিনিয়ারগণ বলেন কংক্রিট ব্লকের ব্যবহারে আমাদের বায়ুদূষণ কমবে এছাড়া ঘর নির্মানে অর্থের সাশ্রয় হবে। কেননা বায়ু দূষণের কারনে প্রকৃতিক ভারসাম্য রক্ষায় এই ব্লক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কেননা ইট তৈরিতে গাছে কয়লা ব্যবহারে কালো ধোয়ার কারনে কৃষি ও গাছপালার ব্যাপক ক্ষতি করে। কিন্তু কংক্রিট ব্যবহার ও সুবিধায় এ সকল প্রাকৃতিক ভারসাম্য কখনও নষ্ট হবেনা।
এ সময় বক্তারা বলেন বাংলাদেশ এর জনসংখ্যা দিনদিন বাড়ছে কৃষিজমি ভূমি ব্যবহার সচেতনে কাজ করবে। পৃথিবীর অন্যতম জনসংখ্যা সমৃদ্ধ দেশ বাংলাদেশ এর জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আগামীতে দেশে আরো জনসংখ্যা বাড়বে এক্ষেত্রে বহুতল ভবণ নির্মানের মাধ্যমে ভূমি সংরক্ষণ করে হবে। তাই কংক্রিট ব্লকের ব্যবহারের মাধ্যমে খরচ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার মাধ্যমে বায়ু দূষণ রোধ করবে।
উল্লেখ্য এ সেমিনারে কাশিনাথপুরের সকল রাজমিস্ত্রী তারা এই বিষয়গুলো বুঝে আগামীতে কংক্রিট ব্লকের ব্যবহার বাড়াবে বলে সম্মত হন।