• সারাদেশ

    সাপ থেকে মানুষের সুরক্ষায় কাজ করছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ

      প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২২ , ৩:৩৭:০১ প্রিন্ট সংস্করণ

     

    মানুষকে সাপের বিপদ থেকে বাঁচাতে এবং সাপকে মানুষের বিপদ থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। যে সকল সাপ বা বন্য প্রাণী মানুষের বাসা বাড়িতে চলে যায় তা উদ্ধার করে, তাদের উপযুক্ত পরিবেশ এ অবমুক্ত করাই এই সংগঠন এর মূল লক্ষ্য।

     

    যে কয়েকজন এই সংগঠন এর সাথে কাজ করছে তাদের মধ্যে একজন রাজু। এখন পর্যন্ত প্রায় শতাধিক নির্বিষ ও বিষধর সাপ রেসকিউ করেছেন তিনি।পাবনার সব কয়টি থানায় সাপ রেসকিউ করছেন এই যুবক। রাজু বর্তমানে এ টিমের এর সভাপতি হিসেবে আছেন।

    সাপ সম্পর্কে পাবনার মানুষের ধারনা কেমন তার কাছে জানতে চাইলে রাজু বলেন-

     

    পাবনার মানুষ সাপ সম্পর্কে অসচেতন। সাপ কামড়ালে মানুষ ওঝার কাছে চলে যায়, সাপটি নির্বিষ হলে ওঝা তার মত কেরামতি করে রোগী কে বাসায় পাঠিয়ে দেয়।

    কিন্তু সাপটি বিষধর হলে ওঝা যখন দেখে রোগীর অবস্থা খারাপ, তখন তাকে হসপিটাল এ পাঠিয়ে দেয়। কিন্তু তখন ডাক্তার এর আর কিছু করার থাকে না। এভাবে সাপে কাটা মানুষ মৃত্যুর মুখে ঢোলে পরে অসচেতনার কারণে।

     

    একটি বিষধর সাপ কামড়ালে বিষক্রিয়া শুরু হতে যে সময় টা পাওয়া যায় তার মধ্যে রোগি স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হসপিটাল এ চলে যেতে পারবে এবং সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে।

     

    তিনি আরো বলেন রাতে চলাফেরার সময় লাইট ব্যবহার করলে এবং রাতে ঘুমানোর সময় মশারী টানিয়ে ঘুমালে সাপ এর থেকে নিরাপদ থাকা যায়।

     

    অনেকে সাপ মাড়তে গিয়ে সাপের কামড়ের স্বীকার হয়, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ কে বললে তারা মানুষ এবং সাপ দুজনের সুরক্ষা নিশ্চিত করে।

     

    স্নেক রেসকিউ টিম বাংলাদেশ একটি সেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে তারা এই সেবা দিয়ে থাকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ