• সারাদেশ

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে ফের গোলাগুলি

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৯:৪৮:৫৬ প্রিন্ট সংস্করণ

     

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ঘুমধুম ২ নম্বর ওয়ার্ড কোনার পাড়ার শুণ্যরেখায় সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গোলাগুলির খবর পাওয়া গেছে।

     

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫, কক্সবাজার। এ সময় সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তর থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আল-ইয়াকিন র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাংলাদেশের অভ্যন্তরে শুণ্যরেখায় অবস্থানরত ১ রোহিঙ্গা নারী আহতের খবর জানিয়েছেন স্থানীয়রা। সর্বশেষ খবর অনুযায়ী, আহত নারীকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছিল।

     

    ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, বিশেষ কাজে বান্দরবান সদরে আছি। তেমন বিস্তারিত কিছু জানি না। তবে কোনার পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় গেলে বিস্তারিত জানা যাবে।

     

    নাইক্ষ্যংছড়ি থানার ডিউটি অফিসার এএসআই জয় দেব জানান, কোনার পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে কাদের সঙ্গে ঘটেছে নিশ্চিত করে এখনও বলা যাচ্ছে না।

     

    বান্দরবানের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত তেমন কিছু শুনিনি। খোঁজ নিয়ে পরে জানা যাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ