প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৫:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার
ইউনিসেফ ও বাংলাদেশ সরকার পরিচালিত ১৬ দিনব্যাপী সক্রিয়তা অভিযানের উপলক্ষে আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে উক্ত অনূষ্ঠানের আয়োজন করা হয়।।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার নওগাঁ,
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ৩ শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোর কিশোরী ও ৩ শতাধিক অভিভাবককে। অনুষ্ঠানটি সকাল ০৯ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয় ।আগত কিশোর কিশোরীদেরকে সচেতনতা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।এ সক্রিয়তা অভিযানে অভিভাবকদের ৯টি কথার বিষয়ে সচেতন করা ও নারী-শিশুদের সহযোগিতায় ১০৯৮ নাম্বারে কল করার উৎসাহিত করা হয়। এছাড়া শিশুদের স্মার্টফোন থেকে দূরে রেখে মাঠে খেলাধুলা করতে উৎসাহিত করেন তারা। অনুষ্ঠানে আগত কিশোর কিশোরীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ব্যাডমিন্টন, ফুটবল ও দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আগত অতিথিরাও শিশু কিশোরদের সাথে অংশগ্রহন করেন।
উল্লেখ্য দেশের ২৫ টি জেলায় তিন ধাপে পালিত এ সক্রিয়তা অভিযানের প্রতিপাদ্য ছিল,”নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।।”এ কর্মসূচি পালনে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এক্সপ্রেশন লিমিটেড।