প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ৮:১৩:২৪ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
আগামী ২৩, ২৪, ২৫ ডিসেম্বর সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। সিরাজগঞ্জ জেলা তাবলিক জামায়াত (নিজাম উদ্দিন অনুসারী) এর আয়োজনে এই ইজতেমায় প্রায় ৫০ হাজার লোকসমাগম হবে বলে ধারনা করছেন কমিটির সদস্যরা। ইজতেমায় আখেরী মোনাজাত হবে ২৫শে ডিসেম্বর।,
সিরাজগঞ্জে পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর হার্ড পয়েন্ট তীরে প্রায় ৫০ বিঘা জমির উপরে এই ইজতেমার আয়োজন করা হচ্ছে। সিরাজগঞ্জ সহ পাবনা, বগুড়া, নাটোর, নওগা, টাঙ্গাইল ও মাদারীপুর থেকে দলে দলে মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহন করবেন। এছাড়া মালেশিয়া ও ভারত থেকে একদল ধর্মপ্রান মুসলমান এসে এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমাকে সুন্দর ভাবে সম্পন্ন করতে তৈরী করা হচ্ছে মাঠ। ৫০ বিঘা জায়গার উপর মুসল্লীদের সকল সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। ছয়টা খিতরা তৈরী করা হয়েছে। প্রতিটি খিতরায় ৪০০ থেকে ৪৫০ লোক থাকতে পারবে। ২৫টি পয়েন্টে এসকল খিতরায় মোট ৩৬০ টি রুম করা হয়েছে। মুসল্লীদের জন্য রাখা হয়েছে ১২৫টি বাথরুম। এছাড়াও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দুইটি মেডিক্যল টিম রাখা হয়েছে। অন্যদিকে ইজতেমার সার্বিক নিরাপত্তার জন্য একটি পুলিশ ক্যাম্প বসানো হয়েছে।,
সিরাজগঞ্জ জেলা তাবলিক জামায়াতের ফয়সাল সদস্য আলতাব হোসেন বলেন, ইসলামের প্রচার ও নবীর দেখানো পথ এবং ইমানের সহিদ জীবন যাপন পালনে উৎসাহিত করতেই এই ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার থেকে ২৫ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জ বিশ্ব ইজতেমা শেষ হবে।
এদিকে ইজতেমার আয়োজনকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে বলে জানান, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির । তিনি বলেন নিরাপত্তার দিকে চিন্তা করে ইজতেমায় একটি পুলিশ ক্যাম্প নিয়োজিত থাকবে। এছাড়াও ইজতেমা চলা কালীন সময়ে পুলিশি টহল অব্যাহত থাকবে।