প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৩ , ১১:২০:৫৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের মতো পাবনার সকল উপজেলায় উচ্চমাধ্যমিক ও প্রাইমারি স্কুল মাদ্রাসায় একযোগে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুলে আজ ১ লা জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল রহমান এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির। কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের সভাপতি ডা. আমিরুল সানু, দাতা সদস্য মোখলেছুর রহমান মুকু, ফুয়াদ সিদ্দিক সহ অত্র স্কুলের শিক্ষক কর্মচারি বৃন্দ।
এ সময় প্রধান শিক্ষক জাহিদুল রহমান জাহিদ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণেই আমরা শিক্ষার্থীদের নতুন বই হাতে তুলে দিতে পেরেছি। তিনি শিক্ষার্থীদের আরো বলেন লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে তাহলেই সরকারের কাঙ্খিত লক্ষ্যতে পৌঁছাতে পারবে। প্রথমে তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। এরপর বই বিতরণ করা হয়। ছাত্রছাত্রীরা নতুন বই হাতে পেয়ে আনন্দ আত্মহারা হয়। তিনি অভিবাবগদের উদ্দেশ্যে বলেন আপনার বাচ্চা ঠিক মত লেখাপড়া করে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে তারা যেন ঠিকমতো শতভাগ স্কুলে উপস্থিত থাকেন সে দিকে খেয়াল রাখতে বলেন। শিক্ষকদের বলেন আপনারা ঠিকমতো পাঠদান করাবেন প্রতিটি শিক্ষার্থী যেন একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে এদিকে লক্ষ্য রাখতে হবে।
ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী মারিয়া আক্তার মিম বলেন – গত দুবছর করোনার কারণে উৎসব মুখর পরিবেশে আমরা বই গ্রহন করতে পারিনি। কিন্তু এবার আমরা নতুন বছরের প্রথম উৎসব মুখর পরিবেশে বই পেয়ে অনেক খুশী।