• সারাদেশ

    সারাদিন সূর্যের দেখা মেলেনি পাবনায়, শীতে জবুথবু জনজীবন

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৫:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

     

    শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

    পাবনার প্রকৃতি মেঘলাভাব ও কুয়াশায় আচ্ছাদিত। মঙ্গলবার (০৩ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে জুবুথুবু জেলার প্রত্যন্ত জনপদ। পুরোদিন ছিল রীতিমতো মেঘাচ্ছন্ন।

     

    বিকেলের পর থেকে হিম শীতল হয়ে যায় বাতাস। শীতল বাতাসে বাড়তে থাকে শীতের মাত্রা। এক পর্যায়ে অসহনীয় হয়ে যায়। কনকনে শীতে হাট-বাজারে আসা মানুষজন রীতিমতো জবুথবু হয়ে পড়েন। শুরু হয় গরম কাপড় সংগ্রহের তোড়জোড়।

     

    সুজানগর উপজেলার সাগরকান্দি বাজারে আসা কৃষক আজিজ বিশ্বাস বলেন, প্রতিদিন ভোরে যেতে হয় জমিতে কাজ করতে। তখন শীতের মাত্রা থাকে খুব বেশি। তাই কমদামে বড় জ্যাকেট কিনতে এসেছি।

     

    মৎস্যজীবী চাঁদ হাওলাদার বলেন, প্রতিদিন সকালে পানিতে নেমে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। এ প্রচন্ড শীত থেকে বাঁচতে গরম কাপড় কিনতে ও বাড়ির জিনিসপত্র কিনতে বাজারে আসেছি।

     

    দিনমজুর কালাম শেখ ও নির্মাণ শ্রমিক খোকন মিয়া বলেন, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। কাজে গেলে ৪ থেকে ৫শ টাকা পাই। তা দিয়ে কোন রকমে সংসার চলে। এখন যে শীত পরছে, একটা জ্যাকেট না হলে কাজে যেতে পারব না। তাই ১০০ থেকে ২০০ টাকার মধ্যে গরম কাপড় কিনতে দোকানির সঙ্গে দামদর করছি।

     

    মধ্যবিত্ত পরিবারের কয়েকজন নাম প্রকাশ না করে বলেন, আমাদের চেয়ে দিনমজুর মানুষ অনেক ভালো। তারা কাজ পায়, কমবেশি রোজগার হয়। আমরা না পারি কাজ করতে, না পারি রোজগার করতে। প্রবাসী স্বজনেরা আছে, কাজ করলে তাদের মান যাবে। এমতাবস্থায় খুব কষ্টে জীবন-যাপন করছি। এর মাঝে জেঁকে বসেছে শীত। অন্য বছরের পুরনো শীতের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। নতুন কাপড় কিনতে বাজারে এসেছি।

     

    এ সময় আলাপের ফাঁকে এক পথচারী ভদ্রলোক শরিক হয়ে বলেন, হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা জনগণের। খড়কুটো জ্বালিয়েও ঠান্ডা কমানো যাচ্ছে না। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ।

     

    আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ জানুয়ারি) পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা সোমবার (০২ জানুয়ারী) ছিল ১৫ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ