প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ৪:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের উল্লাপাড়াতে সাজেদা ফাউন্ডেশন উল্লাপাড়া শাখার উত্তরণ কর্মসূচির উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার ওয়াপদার মোড় বাখুয়া স্থানে প্রায় দুই শতাধীক শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
উত্তরণ কর্মসূচির টিমলীড ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শীত নিবারণের জন্য কম্বল বিতরণ একটি মহৎ উদ্যোগ। সাজেদা ফাউন্ডেশন উল্লাপাড়ার হতদরিদ্র মানুষের জন্য কাজ করছে, দেশের উন্নয়নে ভুমিকা রাখায় সুনাম অর্জন করেছে।
এজন্য উল্লাপাড়ার জনগনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সাজেদা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। তিনি সাজেদা ফাউন্ডেশনকে আরও বেশী মানুষকে এ ধরনের সহযোগীতা দেওয়ার জন্য অনুরোধ জানান। কম্বল বিতরনের মাধ্যমে সদস্যদের এনে দিয়েছে তৃপ্তির বাড়তা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ছারোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমসহ উত্তরণ কর্মসূচি কর্তৃক গৃহিত কার্যক্রম তুলে ধরেন জোনাল ম্যানেজার রুহুল আমিন। সূচনা কর্মসূচির ব্রাঞ্চ ম্যানেজার জাহিদুল আসলাম, একাউন্টস অফিসার মতিউর রহমান, প্রোগ্রাম অফিসার জাকির হোসেন, আজহারুল ইসলাম, তুহিন ইসলাম, মলয় চন্দ্র প্রমূখ।
প্রতি বছরের মত এবারও উল্লাপাড়া শাখার উদ্যোগে গরিব অসহায় শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে দাড়িয়েছে সাজেদা ফাউন্ডেশন। এই কম্বল পেয়ে অনেক খুশি শীতার্ত অসহায় মানুষ গুলো। কম্বল পেয়ে হতদরিদ্র সদস্য শংকরী রানী দাস বলেন, “মানুষ মানুষের জন্য, আর সাজেদা ফাউন্ডেশন আমাদের জন্য।