প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৮:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ
সলঙ্গা থানা সভাপতি শুভর সভাপতিত্বে জাকের পার্টি ছাত্র ফ্রন্টে সলঙ্গা থানার উদ্যোগে বিকাল তিন ঘটিকায় সলঙ্গার জোড়াদিঘী জাকের পার্টির কার্যালয়ে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের প্রস্তুতি দাওয়াতি মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিশন প্রধানের বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য ও জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগের সভাপতি আব্দুর রুবেল সরকার।
যুগ্ম মিশন প্রধানের বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ডাঃ ওয়াজেদ আলী। তিনি বলেন সামনে মহা বিপদ এই জাকের পার্টি নূহের তরী সমমূল্য। যারা নূহের তরীতে আরহণ করবে অর্থাৎ যারা জাকের পার্টির পতাকার তলে ঐক্যবদ্ধ থাকবে হেযবুল্লাহর ঈমামের আনুগত্য করবে কেবল তারাই কঠিন বিপদ থেকে রক্ষা পাবে।
মিশন প্রধানের বক্তব্যকালে রুবেল সরকার বলেন রাজনীতি মানেই যে অগ্নিসংযোগ ,ভাংচুর , হত্যা, গুম খুন গরিব দুঃখী মানুষের অর্থ আত্মসাত এসব কর্মকাণ্ড নয় রাজনীতি একটি পবিত্র শব্দ রাজনীতি হচ্ছে রাজনীতি হচ্ছে রাজ্যত্ব পরিচালনার নীতি। জাকের পার্টির দীর্ঘ ৩২ বছরের সংগ্রামের ইতিহাসে কোনো কালো অধ্যায় নাই ।
মিশন প্রধান উপস্থিত সবাই মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত পৌঁছে দেন এবং সবাই কে বিশ্ব ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থেকে আল্লাহ পাকের রহমত হাছিল করতে বলেন।