প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৩ , ১১:০৬:৪৪ প্রিন্ট সংস্করণ
মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃপাবনার চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামের
দরিদ্র ভ্যান চালক তোফাজ্জল হোসেনের অটোভ্যান চুরি হয়েছে। সোমবার (৩০-জানুয়ারী) রাতে বসতবাড়ি থেকে তার অটোভ্যান চুরি হয়ে যায়।
দরিদ্র অটোভ্যান চালক তোফাজ্জল হোসেন বলেন,অটোভ্যানটির উপর নির্ভর করে আমার পরিবারের ৩ সদস্যের সংসার। এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি ক্রয় করে ছিলাম। কিন্তু গতকাল রাতে বসতবাড়ি চোর আমার জীবিকার একমাত্র অবলম্ব চুরি করে নিয়ে গেছে। এই পরিস্থিতে আমি কিভাবে আরেকটি ভ্যান ক্রয় করব।