প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১০:৪০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যােগে মৃত দাবি চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে কাশিনাথপুর বাগানবাড়ি রেঁস্তোরায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগীয় ইনচার্জ শাহাদত হোছাইন সিদ্দিকী মরহুম চাঁদ আলীর সহধর্মিণীর হাতে মৃতদাবি চেক হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা এফপিআর সেন্টারের ইনচার্জ ড. মো: মাহবুবুল আলম, সাঁথিয়া এফপিআর সেন্টারের ইনচার্জ মো: মাসুম বিল্লাহ, শাহজাদপুর সাংগঠনিক অফিসের ডিজিএম মো: সাইফুল ইসলাম ও বেড়া সাংগঠনিক অফিসের জিএম মো: জহুরুল ইসলাম।
মরহুম চাঁদ আলীর স্ত্রী দাবি করেন, আমার স্বামী প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর কাশিনাথপুর অফিসে গত বছর বার হাজার আটানব্বই টাকা জীবনবীমা করেন। তার মৃত্যুর পর জানতে পারি সে এক কিস্তি পরিশোধ করেছিলেন। আমি প্রথমে বিশ্বাস করি নাই জীবন বীমার টাকা পাব কারণ বীমাকে বিভিন্ন মানুষ প্রতারণার ফাঁদ হিসাবে বলে থাকেন কিন্তু তার কিছুদিন পর কাশিনাথপুর অফিসের তিথি আপা জানান আমার স্বামীর মৃত্যুজনিত কারণে জীবনবীমা স্বরুপ এক লক্ষ সতের হাজার টাকা পাব। আমি কৃতজ্ঞ থাকব বীমা অফিসের কাছে।
অনুষ্ঠানে মরহুম চাঁদ আলীর স্ত্রীকে এক লক্ষ সতের হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিনাথপুর সাংগঠনিক অফিসের ইনচার্জ মোছা: তিথি খাতুন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাঁথিয়া এফপিআর সেন্টারের ডিজিএম মো: মনিরুজ্জামান মনির।