• সারাদেশ

    নারায়ণগঞ্জের আড়াইহাজারে এইচপি কেমিক্যাল লিমিটেড ফ্যাক্টরিতে এক ভয়াবহ অগ্নিকান্ড

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৬:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

     

    নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় অবস্থিত এইচপি কেমিক্যাল লিমিটেডে। হঠাৎ করে দুপর ১ টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখানে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর মোট ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।

     

    ফ্যাক্টরিতে কর্মরত থাকা স্টাফরা জানায় আমাদের এই এইচ পি কেমিক্যাল লিমিটেড আজকে বন্ধ ছিল। তাই কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুপুরে ১টা দিকে হঠাৎ করে আমরা একটি বিকট শব্দ পাই, পরে আমরা সবাই আমাদের স্টাফ রুম থেকে বের হয়ে দেখি কালো ধোঁয়ার ফুলকি উড়ছে এবং প্রচন্ড আগুন জ্বলছে। পরে আমরা দ্রুত ফায়ার সার্ভিস কে খবর দেই।

     

    পরে এইচপি কেমিক্যাল লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হক ও আড়াইহাজার উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সহ নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ এর এডিশনাল এসপি জনাব আজিজুল হক, নারায়ণগঞ্জ (গ) সার্কেল এসপি আবির হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ , রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

     

    ফ্যাক্টরিতে আগুন চলমান অবস্থায় নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৪ এর এডিশনাল এসপি জনাব আজিজুল হক সাংবাদিকদের জানান আশেপাশের থাকা ফকির গার্মেন্টস, NZ গার্মেন্টস, ইত্যাদি আর অন্যান্য ফ্যাক্টরি শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুনে আগুন নেভানোর কাজ দেখার জন্য ফ্যাক্টরির ভিতরে জোরপূর্বক প্রবেশ করে এতে করে ভিতরে দমকল বাহিনীর ফায়ার সার্ভিসের এবং সাংবাদিকদের কাজ করতে বিঘ্ন ঘটছে। তাই আমি সহ আমার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ টিম গঠনস্থলে পৌঁছাই এবং আউট লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই। কারণ ফ্যাক্টরির ভিতরে থাকা কেমিক্যালের কাজে ব্যবহৃত যে বয়েলারগুলো যদি একটা বিস্ফোরণ ঘটে তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আমরা ফ্যাক্টরি আশেপাশ থেকে পথচারী, এলাকাবাসী এবং বিভিন্ন ফ্যাক্টরি থেকে দেখতে আসা শ্রমিকদের নিরাপত্তার জন্য তাদেরকে সরিয়ে দেই।

     

    পরে ফায়ার সার্ভিসে দমকল বাহিনীর ১২ টি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

     

    আগুন নিয়ন্ত্রণের শেষে ফায়ার সার্ভিসের লেফটেনাল কর্নেল মোঃ তাইজুল ইসলাম চৌধুরী প্রেস ব্রিফিং এ জানান ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে কোন বোকার হত্যা ঘটনা ঘটেনি, এবং আমাদের ফায়ার সার্ভিসের কোনো কর্মীও আহত হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো বলা যাচ্ছে না সেটা তদন্ত সাপেক্ষ জানানো হবে। আমরা জানতে পেরেছি এবং দেখেছি বেশিরভাগ অর্গানিক কেমিক্যাল যা হাইড্রোজেন পারঅক্সাইড উৎপাদনের ব্যবহৃত হয়। কেমিক্যাল গুলো প্রক্রিয়াকরে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ