প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১৭:২৫ প্রিন্ট সংস্করণ
এনামুল হক :
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই স্লোগান কে সামনে রেখে
২০০৯-২০২৩ সাল পর্যন্ত শিক্ষা খাতে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্য অর্জন ও রুপগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা খাতে অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে রুপগঞ্জ উপজেলার প্রধান শিক্ষকদের সাথে আলোচনা ও মতো বিনিময় সভার আয়োজন করা হয়।
আজ ২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় রুপগঞ্জ উপজেলা কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব, ফয়সাল হকের সভাপতিত্বে উপজেলার প্রধান শিক্ষকদের সাথে আলোচনা ও মতো বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও মতো বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব-গোলাম দস্তগীর
গাজী, (বীর প্রতীক) এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃ- উপজেলা শিক্ষা অফিসার মোঃ- মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মোঃ- জামাল উদ্দিন, রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিবসহ মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেনঃ- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ- আব্দুল রহিম। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।