• আরো

    নারায়ণগঞ্জের সোনারগাঁওে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

      প্রতিনিধি ১৭ মার্চ ২০২৩ , ১১:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

     

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার :

     

    নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের বরত মৌজার গজারিয়া পাড়ার কৃষি জমির উপর থেকে রোজিনা নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

     

    আজ শুক্রবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকার কৃষি জমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।

     

    ঘটনাস্থলে গেলে গজারিয়া পাড়া এলাকার স্থানীয় এলাকাবাসী জানায় আমরা সকালে কৃষি কাজের জন্য আমাদের জমিতে যাওয়ার সময় এক মহিলার গলাকাটা লাশ জমির উপরে পড়ে থাকতে দেখি পরে এলাকায় ঘটনাটি জানাজানি হয় এবং আমরা সোনারগাঁও থানায় খবর দেই খবর পেয়ে ঘটনাস্ত আসে সোনারগাঁও থানার পুলিশ।

     

    এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ওই এলাকার লোকজন মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে পরিচয় জানা সম্ভব হয়েছে।

     

    ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে।ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে।

     

    ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ