প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৮:২০:০৩ প্রিন্ট সংস্করণ
পাবনা প্রতিনিধিঃ ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতারণ
আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইল, স্কেল, কলমসহ নানা শিক্ষা সামগ্রী বিতারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ২ টায় আতাইকুলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জনাব মাসুদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিয়াজুল ইসলাম চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আর আতাইকুলা ইউনিয়ন, আবু হাসনাত সাধারণ সম্পাদক আর আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ। আতাইকুলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান ,সহকারী শিক্ষক ফিরোজ কামাল,আব্দুর রশিদ, আখতারুজ্জামান,আশরাফুল আলম,মর্জিনা খাতুন প্রমুখ। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন অত্ত বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
“ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মিঠুন শেখ মিঠু তিনি বলেন, আমাদের সংগঠন গত ২০১৮ সাল থেকে মানুষের পাশে ছিলো এখনও আছে এবং ভবিষতে ও থাকবে সংগঠন সর্বদা মানবসেবায় নিয়োজিত থাকবে। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্যে বলেন ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে আত্বমানবতার সেবায় এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবীর দায়িত্ব ও কর্তব্য, কর্মসুচী বিষয়ে আলোকপাত করে সকলের সহযোগীতা কামনা করেন। আর্থ সামাজিক উন্নয়নে দরিদ্র, নিপীড়িত জনগনের পাশে দাড়িয়ে তাদের সহযোগীতা ও বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করার জন্য সকল সদস্যকে উদাত্ব আহবান জানান।