• আরো

    সাঁথিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ২:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

     

    সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় শাহিদা(২৬) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বদিরামচর গ্রামের মত হাসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্রী।

    স্হানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, গতকাল শুক্রবার(২৮এপ্রিল)শাহিদার ভাই হেলাল উদ্দিন তার বোনের চলাফরা নিয়ে শাসন বারণ করলে তার সাথে কথা কাটাকাটি হয়। এতে ভাইয়ের ওপড় অভিমান কর অন্যান্য দিনের মত রাতে শাহিদা তার শয়ন কক্ষে ঘুমাতে যান। শনিবার (২৯এপ্রিল) সকাল ৬টার দিকে পরিবারের লোকজন শাহিদাকে ঘুম থেকে উঠতে না দেখে তাকে ডাকাডাকি করেন। সে সারা না দিলে স্বজনরা ঘরের দরজা ভেঙ্গে দখতে পান শাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আছে। পরিবারের লোকজন তাকে দ্রত আড়া থেকে মেঝোতে নামালে দখতে পান শাহিদা মারা গেছেন।

     

    গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমি ঘটনাস্হলে এসছি এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে বিষয়টি পারিবারিকভাব সমাধানর চেষ্টা করছি।

     

    সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, মেয়েটি আমার কলেজের শিক্ষার্থী। তার মৃত্যুর বিষয়টি খুবই দুঃখজনক।

     

    এ ব্যাপার সাঁথিয়া থানার ওসি(তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন,এ বিষয়ে থানায় অপমত্যু(ইউডি) মামলা হয়েছে।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ