প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৯:৫০:৪৭ প্রিন্ট সংস্করণ
এনামুল হক স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সহ রুপগঞ্জ উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। এবং মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ২ হাজার দর্শকের গ্যালারী নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ৪মে বৃহস্পতিবার মুড়াপাড়া মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ ও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ- হাজী তোফায়েল আহমেদ আলমাছ ও চেয়ারম্যানের সহধর্মিনী মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মমতাজ বেগম।
পরে উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী ও রুপগঞ্জ উপজেলা ১ আসনের এমপি জনাব, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী তোফায়েল আহমেদ আলমাছ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, গোলবক্স ভুঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রুপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী যুবলীগ নেতা জনাব মোঃ- এইচএম ইমরান হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার তাওলাদ হোসেন প্রমুখ ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড মেম্বার আবু ভূঁইয়াসহ রূপগঞ্জ উপজেলার ও মুড়াপাড়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা।
পরে বক্তব্য শেষে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারী নির্মাণ কাজের উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রূপগঞ্জের ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সিসি ক্যামেরা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
তবে বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ উপজেলা ১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ব্যক্তিগত তহবিল থেকে সিসি ক্যামেরাগুলো প্রদান করা হয়েছে।