প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ৪:৩৪:১০ প্রিন্ট সংস্করণ
ধানমন্ডি উইমেন্স ভলেন্টিয়ার এসোসিয়েশনে শিল্প মন্ত্রনালয়ের পেটেন্ট ডিজাইন ট্রেডমার্ক(DPDT) অধিদপ্তর ও ই-কমার্স ডেভোলাপমেন্ট সেন্টার(ইডিসি) এর যৌথ উদ্যোগে দেশীয় পণ্যের উদ্দ্যোক্তাদের নিয়ে জিআই সম্ভাবনার ৫১ টি শাড়ির উপস্থাপন করেন দেশীয় পণ্যের উদ্যোক্তারা এবং অনুষ্ঠিত হয় দেশীয় তাঁতের শাড়ির প্রদর্শনী ও ইভেন্ট। বাংলাদেশের জেলা,উপজেলা,থানা এবং ইউনিয়ন পর্যায়ের তাঁত শিল্পের তাঁতি ও কারিগরদের উৎপাদন থেকে উঠে আসে Geographical indication(GI) পণ্যের সম্ভাবনার জন্য ৫১ টি নানা ডিজাইনের শাড়ি।প্রতিটি শাড়িতে আছে আঞ্চলিক বিশেষত্ব,উৎপাদনের ভিন্নতা,ভৌগোলিক ভিন্নতা, বুনন প্রক্রিয়ার ভিন্নতা,সুতার ভিন্নতা এমন কি প্রতিটি শাড়ির সাথে জড়িয়ে আছে অনেক বছরের সংস্কৃতি ঐতিহ্য -ইতিহাস ও নানা রকমের গল্প।
সেই হিসাবে সম্ভাব্য জিআই পণ্যর স্বীকৃতি হিসাবে পাবনা জেলার তিনটি শাড়ি উঠে এসেছে পাবনার লুঙ্গি চেক শাড়ি,পাবনার জড়ি পাড়ের শাড়ি এবং পাবনার চেক শাড়ি।
ই-কমার্স ডেভোলাপমেন্ট সেন্টার (EDC) প্রেসিডেন্ট কাকলি তালুকদার ও তার টিম বাংলাদেশের ৫১ টি শাড়ির তথ্য সংগ্রহ সহ প্রতিটি শাড়ির বিশেষত্ব তৈরি করেছেন।
উপস্থিত ছিলেন এই ইভেন্টের প্রধান অতিথি (ডিপিডিটি রেজিস্ট্রার) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন ইডিসি ও উদ্যোক্তার আমাদের পাশে থেকে জিআই নিয়ে কাজ করলে একদিকে উদ্যোক্তাদের তার ব্যান্ডিং এ কাজে আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশীয় পণ্যর ই-কমার্স উদ্যোক্তারা বড় ধরনের অবদান রাখবে। এই প্রোগ্রামে আরও ছিলেন(ডেপুটি রেজিস্ট্রার)জিল্লুর রহমান এবং (ট্রেডমার্ক)বেলাল হোসেন,তারা বলেন এই রকম ৫১ টি শাড়ি নিয়ে কোন ইভেন্ট বাংলাদেশ বা পৃথিবীর কোন রাষ্ট্রে আমাদের জানামতে হয় নাই এবং ৫১ টি শাড়ির মধ্যে ৩০ টি শাড়ির জিআই সম্ভাবনা রয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ই-ক্যাব) সভাপতি ও ইডিসির উপদেষ্টা রাজিব আহমেদ তিনি বলেন,”আমি সেই তিন বছর ধরে স্বপ্ন দেখে আসছি একদিন বাংলাদেশে ১০০ এর উপরে দেশীয় তাঁতের শাড়ির প্রদর্শনী হবে কিন্তু আজ ৫১ টি শাড়ির প্রদর্শনী করে স্বপ্ন ও ইচ্ছে আজ পূর্নতা পেয়েছে এবং সামনে আরও শাড়ি উঠে আসবে যে গুলো জিআই সম্ভাবনা রয়েছে ও এই দেশের মানুষ আবার নতুন করে প্রকৃত নামে শাড়ির সাথে পরিচিত পাবে।”
ইভেন্টে বিভিন্ন প্রশ্নপএে উঠে আসে দেশীয় পণ্যর উদ্যোক্তাদের কথা,একজন দেশীয় পণ্যর উদ্যোক্তা ও (বাকল) এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন,আমরা ছোট দেশীয় পণ্যর ই-কমার্স উদ্যোক্তারা বাংলাদেশের মত গুরুত্বপূর্ণ ও জিআই পণ্যর স্বীকৃতি ও সুরক্ষা নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করছি সেটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কতটা অবদান রাখতে পারছি এবং এই প্রশ্নের উওর ইভেন্টে সুন্দর ভাবে উঠে এসেছে।