প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৭:১৫:০৮ প্রিন্ট সংস্করণ
মোঃ ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালীগঞ্জে এ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক আন্দোলন ও দেশপ্রেম সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌর এলাকার উত্তর ভাদার্ত্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশান (এএফসিএফ) এর নির্বাহী পরিচালক ড. হাসনা হেনা খান এর সার্বিক তত্বাবধানে ও সংস্থার নির্বাহী সদস্যা ও কর্মসূচি মন্বয়কারী আরিফা নাজনীন আশরাফী এর সঞ্চালনায় বৃক্ষরোপন পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাকশন ফর চেঞ্জ ফাউন্ডেশান (এএফসিএফ) এর প্রশিক্ষণ উপদেষ্টা ড. এস এম শহীদুল্লাহ ও ওষুধ এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক রাশেদ আহমেদ বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষন নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনজুর হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক শামীমা আক্তার, সহকারী শিক্ষিক আয়েশা সিদ্দিকা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয় আঙ্গীনায় ও চারিদিকে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়।
উল্লেখ্য এ প্রতিষ্ঠান নিজেদের অর্থায়নে শিশুমনে সামাজিক সচেতনতা ও দেশপ্রেম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন সহ বিগত কয়েক বিশেষ অবদান রেখে আসছে।