প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ২:০৬:০৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিনুর রহমান স্টাফ রিপোর্টার:
ঢাকার ধামরাইয়ে স্বধীনতার মহান স্থপতি বাঙ্গালীর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এই দিকে শোক দিবসের অনুষ্ঠনে উপজেলার মুক্তি যোদ্ধাসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের উপস্থিত ছিলেন।
মঙ্গলবার(১৫আগষ্ট) বিকেলে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছে। উপজেলার প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউ পি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,ধামরাই উপজেলা আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক ও বালিয়া ইউ পি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহাম্মদ হোসেন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আহাম্মদ আলী, সহ আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।