• জাতীয়

    রূপগঞ্জে সরকারি জমি লিজ নেওয়ায় ইজারাদার কে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩৬:০৪ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কোটি টাকা মূল্যের ৫৫ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা প্রশাসন থেকে ব্যবসায়ী এইচএম ইমরান হোসেন সরকারিভাবে ইজারাদার হিসেবে লিজ নেয় এই জমি।

     

    এরপর থেকেই অবৈধ দখলদার সন্ত্রাসী আফজাল ও তার লোকজন নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা সংবাদ প্রকাশসহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে লিজ নেওয়া এইচ এম ইমরান হোসেন ও তার সহকর্মীদের। এই অপপ্রচার, মিথ্যা সংবাদ প্রকাশ ও হত্যার হুমকির প্রতিবাদে সন্ধ্যায় উপজেলার আমলাবো এলাকায় নিজ বাস ভবনে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।

     

    এ বিষয়ে লিখিত বক্তব্যে তিনি জানান গত ৯ আগস্ট অবৈধ দখলদারের হাত থেকে ৫৫ শতাংশ জায়গা উদ্ধার করে উপজেলা প্রশাসন এবং তাদেরকে বৈধভাবে লিজ দেয় এই জমি। এতে করে সরকার রাজস্ব আয় হয়। লিজ নেওয়ার পর থেকেই আফজাল ও তার সন্ত্রাসীরা নানা ভাবে অপপ্রচার ও হত্যার হুমকি দিয়ে আসছে ইমরান হোসেন ও তার পরিবারের লোকজনকে।

     

    এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী এইচ এম ইমরান হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ