• সারাদেশ

    সুন্দরগঞ্জে অসহায় বিধবা নারীকে ঘর দিলেন আরেফিন আজিজ সরদার

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ১:২৪:৫৮ প্রিন্ট সংস্করণ

     

     

    বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধ) প্রতিনিধিঃ

     

    গাইবান্ধার সুন্দরগঞ্জে এক অসহায় বিধবা নারীকে নতুন ঘর উপহার দিলেন সমাজ সেবক ও সরোবর পার্ক এন্ড রিসোর্ট এর স্বত্বাধিকারী আরেফিন আজিজ সরদার সিন্টু।

     

    উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত কায়সার আলীর স্ত্রী মোছলেমা বেওয়ার হাতে আনুষ্ঠানিক ভাবে বসবাস করার উদ্দেশ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

     

    এসময় আরেফিন আজিজ সরদার সিন্টুর পক্ষে উপস্থিত ছিলেন,ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, সমাজসেবক মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

     

    মোছলেমা বেগম বলেন,নিজের কোন থাকার ঘর না থাকায় সন্ধ্যা হলেই তিনি মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় খুঁজতেন। অনেক দিন আগে তার স্বামী মারা গেছেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বহু কষ্টে জীবন যাপন করছেন। নিজের একটুখানি জায়গা আছে কিন্তু ঘর নেই। এই জায়গায় ঘর করে দিয়েছে সমাজসেবক আরেফিন আজিজ সরদার সিন্টু।ঘর পেয়ে অনেক খুশি।

     

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ