• শিক্ষাঙ্গন

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নৌকাভ্রমণ  ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৩ , ৭:৪৪:৫৫ প্রিন্ট সংস্করণ

     

    সাহেদ মিয়া মুন স্টাফ রিপোর্টার :-

     

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুল, পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন সর্ব সেরা বিদ্যালয়। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করে স্কুলটি।  কাশিনাথপুর বিজ্ঞান স্কুল লেখাপড়ার গুণগতমান দিক থেকে শুরু করে তারা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেড়া উপজেলায়  অনেক সুনাম অর্জন করেছে। আজ ১১/১১/২০২৩ ইং তারিখে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরদের নিয়ে নৌকা ভ্রমণ ও নদীর তীরে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করে বিদ্যালয়টি। ছাত্র-ছাত্রীরা অনেক খুশি নৌকা ভ্রমনে। শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে নৌকা ভ্রমণ

    এ গিয়ে নৌকা ভ্রমণে  গিয়ে ফটো সেশন করে।

    কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী নাফিজা আঞ্জুম ঐশি বলে – সুন্দর একটা দিন কেটেছে আজ, শিক্ষক শিক্ষার্থী মিলে আমরা অনেক মজা করেছি।

    সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানে  বিদ্যালয়টির প্রধান শিক্ষক, মো. জাহিদুল ইসলাম জাহিদ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মো.মনিরুজ্জামান মনির। অভিভাবক সদস্য : মোখলেছুর রহমান মুকু তিনি নিজে গান পরিবেশন করেন। এছাড়াও বিদ্যালয়টির শিক্ষক সহ  পরিচালক বৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান : নৌকা ভ্রমনে এসে আমরা অনেক খুশি পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়টি আমাদের অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসে। সকল শিক্ষক ও পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন,  শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি বাইরে থেকেও তাদেরকে  শিখতে হবে। প্রতিবারই আমাদের স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরদের নিয়ে নৌকা ভ্রমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অভিভাবকদের সহযোগিতা পেলে শিক্ষার্থীদের জন্য আরও আনেক কিছু করতে পারব ইনশাআল্লাহ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ