প্রতিনিধি ২২ মার্চ ২০২৪ , ৪:০১:৫০ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের অন্তর্গত উদয়পুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন মন্ডল ওরফে ময়ের আলী মন্ডল গতকাল দুপুর ২.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবন বীর নিবাসে ইন্তেকাল করেন। তার এক পুত্র প্রবাসে থাকার কারনে তার রাষ্টীয় মর্যাদা প্রদান সহ নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ সকাল ১০.০০ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে গার্ড অফ অনার প্রদান করেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুজানগর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার শ্রী সুখময় সরকার।
আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুজ্জামান শাহিন।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। পাবনা জেলা আওয়ামী লীগের মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান।
সুজানগর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আঃ মজিদ সাবেক সহ কমান্ডার আঃ হাই। নাজিরগঞ্জ ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডের সকল বীর মুক্তিযোদ্ধা গণ নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিফা সাব্বির আহম্মেদ রাজু। এছারাও এলাকার গন্য মান্য ব্যাক্তি সহ সর্বস্তরের জনগন।
পরিবারিক সুত্রে খোজ নিয়ে জানা যায় বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন মন্ডল ওরফে ময়ের আলী মৃত্যু কালে দুই স্ত্রী দুই পুত্র ও দুই কন্যা সন্তান রেখে যান।
বড় পুত্র মোঃ শামসুল আলম কর্মজীবনে তার মায়ের সাথে চট্রগ্রামে থাকেন এবং ছোট ছেলে মোঃ নাজমুল থাকেন প্রবাসে।তার মৃত্যুর খবর পেয়ে সূদুর প্রবাস থেকে ছুটে আসেন বাড়িতে।