প্রতিনিধি ৩০ মে ২০২৪ , ৮:৫০:১৬ প্রিন্ট সংস্করণ
আবু জায়েদ স্টাফ রিপোর্টার:
প্রায় পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে ক্রিসেন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।গত বুধবার ক্রিসেন্ট হসপিটালে আয়োজিত এক অনুষ্ঠানে হসপিটালের পরিচালক মারুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিসেন্ট হসপিটাল এর চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুল সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর প্রতিষ্ঠিতা মো: নুর মোহাম্মদ নুরু হসপিটাল এর মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: সাকিব উদ্দিন মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডা:জাকিরুল হাসান জুয়েল।
অতিথি জনাব শফিকুল ইসলাম টুটুল বলেন স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে এ মমতারই প্রকাশ ঘটান রক্তদাতারা। রক্তদাতারা সম্মাননার জন্যে রক্ত দান করেন না। তাদের ভালোবাসার জায়গা থেকে, মমতার জায়গা থেকে রক্তদান করেন, তিনি আরো বলেন সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর সকল সেচ্ছাসেবীদের হসপিটালের সকল চিকিৎসার জন্য পরিক্ষা রিপোর্ট এর জন্য ৫০% ছার সহ সকল চিকিৎসা ফ্রি করে দেন।
উপস্থিত সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর প্রতিষ্ঠিতা জনাব নুর মোহাম্মদ নুরু সাঁথিয়া রক্তদাতা ইউনিট এর সেচ্ছাসেবীদের কাজের গুনাবালী গুলো প্রকাশ করেন তিনি আরো বলেন গত ৩ বছরে আমাদের এই সংগঠন ২২০০+ ব্যাগ রক্ত অসুস্থ রুগিকে রক্ত প্রদান করি আমরা সুধু ছবির মাধ্যমে এই রক্ত গুলো ডোনেট হয়েছে এ ছারাও ছবি ছারাও আমরা অসংখ্য রুগিকে রক্ত দিয়ে এই সেচ্ছাসেবীর মাধ্যমে। আমরা ক্রিসেন্ট হসপিটাল থেকে সর্বোচ্চ সহোযোগিতা পেয়েছি রক্ত গ্রুপ নির্ণয়ের জন্য ক্যাম্পের জন্য সকল মেডিসিন, পেয়েছি যখন যা চেয়েছি আমরা হসপিটাল থেকে পেয়েছি সব কিছু কোন সময় হসপিটাল থেকে আমরা নগত অর্থ নেয়নি।
অনুষ্ঠানে পরিচালক ও সঞ্চালনা মারুফ চৌধুরীর, বলেন জীবন বাঁচানোর জন্যে রক্তের কোনো বিকল্প নেই। আর যারা স্বেচ্ছা রক্তদানের সঙ্গে জড়িত, তারা আসলে মানুষের জীবন রক্ষাকারী বড় কাজের সঙ্গেই জড়িত।রক্তদাতাদের অভিনন্দন জানানোর পাশাপাশি সাঁথিয়া রক্তদাতা সেচ্ছাসেবীদের রক্তদানের এই কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।