প্রতিনিধি ৩ জুন ২০২৪ , ১০:৪৮:২০ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ির গুইমারা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ উগ্য মারমা (৪৮) কে গ্রেফতার করা হয়। সোমবার (০৩ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার একটি চৌকস দল ০১ নং গুইমারা ইউপির ০৭ নং ওয়ার্ডের পূর্ব যৌথ খামার হেডম্যানপাড়া সাকিনে উগ্য মারমার বসত ঘরের সামনে হইতে আসামী উগ্য মারমা কে ১ কেজি ১শত বিশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১নং গুইমারা ইউপির পূর্ব যৌথখামার বাসিন্দা মৃত মথ প্রকাশ মউ মারমার ছেলে। গুইমারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আরিফুল আমিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।