প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ১২:৪২:১৬ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলাম জবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ- এ বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ উপলক্ষে কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ড. নাফিস আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্যানেলের অনুমোদন দেয়া হয়।
এ প্যানেল থেকে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান।
অন্যান্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সরোয়ার আলম, কোষাধ্যক্ষ ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, সহযোগী অধ্যাপক জনাব মোঃ আবদুল মান্নান, সহযোগী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মোঃ আব্দুল মালেক, সহকারী অধ্যাপক জনাব দীপিকা মজুমদার, সহকারী অধ্যাপক জনাব নুসরাত জাহান পান্না, সহকারী অধ্যাপক জনাব সুমন কুমার মজুমদার।