প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৭:১৯:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
পাবনার সাথিঁয়ায় জাতীয় বীমা দিবস ২০২৩ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১ লা মার্চ সাথিঁয়া উপজেলা প্রাঙ্গন থেকে এ আয়োজন শুরু হয়।
সাথিঁয়া উপজেলা নির্বাহি অফিসার মো.মাসুদ হোসেনের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিঁয়া উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল-মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিঁয়া পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু। সাথিঁয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন, সাথিঁয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সেলিনা সুলতানা শিলা।
উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রাইম ইসলামি লাইফ ইনসুরেন্সের জেনারেলের ম্যানেজার ও ইনচার্জ সাঁথিয়া এফপিআর সেন্টার এর প্রধান মো. মাসুম বিল্লার নেতৃত্ব ১৩০ জন প্রাইম পরিবারের সদস্য এ র্যালি আলোচনা সভায় অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-মাহমুদ বলেন আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন বিমা পরিবারের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি স্কুলে বিমা বাধ্যতামূলক করা হবে। তিনি বিমা দিবসে বিশেষ করে প্রাইম লাইফ ইনসুরেন্সের সকল কর্মীকে ধন্যবাদ জানান।