প্রতিনিধি ১০ মার্চ ২০২৩ , ১১:২৭:১৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম (উলিপুর)প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবী মিলনমেয় কৃতজ্ঞতা সবার প্রতি যাদের আন্তরিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী মিলনমেলা উলিপুর সিজন-২ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।
প্রতিটি সংগঠন ও স্বেচ্ছাসেবক এর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এবারের মিলনমেলায় মোট সংগঠন ছিল ১১৫ টি। স্বেচ্ছাসেবক মোট ৪১৫ জন। সামান্য কিছু অনুপস্থিত থাকলেও সিংহভাগ অংশগ্রহণ করেছে।
বিভিন্ন কাজের অবদানে মোট ১৭৬ টি সম্মাননা দেয়া হয়েছে। উক্ত মিলনমেলায় কুড়িগ্রাম জেলার দরিদ্র মেধাবী ১০জন ছাত্র ছাত্রী কে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩হাজার টাকা করে সামান্য প্রেরণামূলক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
প্রতিজন স্বেচ্ছাসেবককে দুপুরের খাবার, বই ও ক্যালেন্ডার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, সংসদ সদস্য কুড়িগ্রাম-৩, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল আসাদ মোঃ মাহ্ফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইদুল আবেদীন ডলার, আবুহেনা মুস্তফা, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, খোরশেদ আলম, নাহিদ হাসান নলেজ, তাজুল ইসলাম তাঁজ প্রমূখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুল, আব্দুল মালেক, নাট্যকার সেজান নূর সহ অনেকেই।
সভাপতিত্ব করেন, জনাব রথীন্দ্র প্রসাদ পান্ডে
উপদেষ্টা স্বেচ্ছাসেবী মিলনমেলা উলিপুর সিজন-২।
যাদের প্রেরণায় স্বেচ্ছাসেবী মিলনমেলা উলিপুর সিজন-২ সফলতার মুখ দেখেছে তাদের মধ্যে অন্যতম
উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট কুড়িগ্রাম
দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন(DCF)
তাঁজ নিটিং ইন্ডাস্ট্রিজ লিঃ
মারিয়া গার্মেন্টস
সান ড্রিংকিং ওয়াটার
মেসার্স ভাই ভাই ট্রেডার্স
ডিজিটাল সাইন উলিপুর
উলিপুর ডটকম
আনছারী আইটি
ডিজিটাল ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার উলিপুর
অগ্রদূত ফাউন্ডেশন কুড়িগ্রাম
পথের আলো রাজারহাট
আবু সাঈদ ফাউন্ডেশন তবকপুর উলিপুর
অধ্যক্ষ নাসিমা বানু সাধারণ ফাউন্ডেশন উলিপুর
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ মতিন
জনাব সাইদুল আবেদীন ডলার সহ সকল সহযোগী স্পন্সর প্রতিষ্ঠান।
মিলনমেলায় অতিথি বৃন্দের প্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য এবং স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সবাইকে প্রানবন্ত করে।
সকল দাতা, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভালবাসা।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনে-
মানবতার বাতিঘর যুব ও সমাজ উন্নয়ন সংস্থা উলিপুর, উৎসর্গ ফাউন্ডেশন উলিপুর।