প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ৭:০৩:০১ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার:
পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান তারই ধারাবাহিকতায় সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ৩০/০৩/২০২৩ তারিখ সুজানগর থানাধীন হাটখালী গ্রামস্থ জনৈক মোঃ ঝন্টু শেখ পিতা-মোঃ গোলাপ ওরফে গোলাম শেখ এর বসত বাড়ীর পশ্চিম দুয়ারী চৌচালা টিনের ঘরের মধ্যে রাত্রী ০০.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ০৭ জন জুয়ারীকে জুয়া খেলার তাস এবং নগদ= ৫১০৫/- টাকা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করত আদালতে সোপর্দ করা হয়েছে।
জুয়ারি হলোঃ
মোঃ ঝন্টু শেখ(২৫), পিতা-মোঃ গোলাপ শেখ
মোঃ রাজিব ওরফে সেলিম মোল্লা(২৬), পিতা-মৃত ইয়াছিন মোল্লা
মোঃ হাফিজ কাজী(২২), পিতা-মোঃ নুরাই কাজী
মোঃ ইকরাম কাজী(২৭), পিতা-মৃত মনি কাজী
মোঃ আঃ সালাম ওরফে চাঁদ (৪২), পিতা-মৃত ইফাজ উদ্দিন মোল্লা মোঃ মিঠু শেখ (২২), পিতা-মোঃ ময়নুদ্দিন শেখ
মোঃ সজিব কাজী(২৫), পিতা-মোঃ রতন কাজী সর্ব সাং- হাটখালী, থানা- সুজানগর,জেলা -পাবনা।