প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৮:৩৭:২২ প্রিন্ট সংস্করণ
শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টার:
পাবনার সুজানগর পৌরসভাধীন বাজারে উদ্ধার করা বাক প্রতিবন্ধী এক যুবক নাম রাকিব জানা যায়, আজ ঈদের লোকজনের ভীরে বিকেল আনুমানিক ৫ টার সময়ে বাজারের স্থানীয় লোকজনে চোখে পড়ে যায় রাকিব নামের ছেলেটি পরে তাকে তার নাম ও পরিচয় জানতে চাইলে প্রতিবন্ধী ছেলেটি শুধু তার নিজের নাম ব্যতীত অন্য কোন নাম বা পরিচয় দিতে পারে নি।
বাজারের ৫/৭ জন মিলে সুজানগর থানায় উক্ত বিষয় টি জানায়, এবং কিছুক্ষণ পরে তারা মিলে ছেলেটি’কে সুজানগর থানার ওসির কাছে তাকে হস্তান্তর করেন। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, শনিবার সন্ধ্যায় থানায় এই বাক প্রতিবন্ধী যুবককে থানায় নিয়ে আসার পরে তাকে যত্নসহকারে থানায় পুলিশ হেফাযতে রাখা হয়েছে তবে তার সঠিক পরিচয় পাওয়া যায় নি বলে জানান।
প্রতিবন্ধী রাকিব শুধু তার নিজের নাম বলায় তাকে সঠিক স্থানে দিয়ে আসতে পারছে না সুজানগর থানায় ওসি আ: হান্নান তিনি বলেন যদি কোন ব্যক্তি এই রাকিব নামের ছেলেটিকে পরিচয় পেয়ে থাকেন তাহলে থানায় যোগাযোগ করার জন্য বলেন, অফিসার ইনচার্জ (ওসি) আ: হান্নান মোবাইল: 01320-128742, সহকারি সাব-ইন্সপেষ্টর শাহ্ আলম মোবাইল: 01750-718650 যদি কেউ ছেলেটির সঠিক পরিচয় পেয়ে থাকেন তাহলে থানায় দ্রুত জানানোর জন্য বলেন।